পদ্মা সেতু বিশ্বের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2017-10-02 18:40:23  cri

পদ্মার মতো বড় ও খরস্রোতা নদীতে নিজ উদ্যোগে সেতু নির্মাণে উদ্যোগী হয়ে বাংলাদেশ বিশ্বের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভার্জিনিয়ার রিজ কার্লটন হোটেলে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে রোববার মতবিনিময়ে তিনি বলেন, এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশ পারে। পদ্মা সেতুর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোয় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দুর্নীতির মিথ্যা অভিযোগে পদ্মা সেতুর অর্থায়ন বাতিল করা হয়। নিজেদের অর্থায়নে সেতু নির্মাণের সিদ্ধান্ত একটা বড় চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সদিচ্ছা ও দৃঢ় সংকল্প থাকলে বাঙালি যা চায় তাই করতে পারে। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া হয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040