নেপালের বৃত্তিমূলক শিক্ষাখাতে বিশ্বব্যাংকের ৬ কোটি ডলার ঋণ
  2017-10-02 15:43:38  cri
অক্টোবর ২: নেপালের বৃত্তিমূলক শিক্ষাখাতে আরও ৬ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। গত রোববার দেশটির 'বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ' প্রকল্পে এ ঋণ অনুমোদন করে ব্যাংকটি।

এক বিবৃতিতে নেপালে বিশ্বব্যাংকের দফতর জানায়, প্রকল্পের দ্বিতীয় অংশের লক্ষ্য হচ্ছে দেশটিতে যুগ-উপযোগী প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভিত্তি মজবুত করা।

বিশ্বব্যাংকের হিসেব অনুসারে, প্রতিবছর নেপালে সাড়ে ৪ থেকে ৫ লাখ তরুণ-তরুণী কর্মস্থলে প্রবেশের বয়সে পৌঁছায়। এদের অধিকাংশই সীমিত শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ নিয়ে স্থানীয় ও বিদেশি শ্রমবাজারে প্রবেশ করে।

(আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040