রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনায় ঢাকা আসছেন মিয়ানমারের মন্ত্রী
  2017-10-01 19:07:57  cri

রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার জন্য ঢাকা আসছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উ কিয়াউ টিন্ট সয়ে।

রোববার রাতে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে। বৈঠক শেষে ওই দিনই তিনি ঢাকা ছেড়ে যাবেন। আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার আলোচনায় আগ্রহ দেখাচ্ছে। এ ইস্যুতে সুচির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর বাংলাদেশ সফরের কথা গত সপ্তাহেই জানিয়েছিলেন দেশটির সমাজকল্যাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী উ উইন।

মাহমুদ হাশিম ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040