পদ্মা সেতুর উপর প্রথম স্প্যান স্থাপন
  2017-09-30 19:03:42  cri

প্রথম স্প্যান বসানো হয়েছে পদ্মা সেতুর। জাজিরা পয়েন্টে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর শনিবার বসানো হয় দেড়শো মিটার দীর্ঘ স্প্যানটি। এর মাধম্যে দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মাসেতু।

পুরো পদ্মাসেতু সম্পন্ন করতে বসাতে হবে আরো ৪০টি স্প্যান। স্প্যান বসানোর জন্য ৪২টি পিলারের মধ্যে কাজ সম্পন্ন হয়েছে দুটির, চলমান রয়েছে ১৬টির। ২৪০টি পাইলিংয়ের মধ্যে ৬৮টির কাজ সম্পন্ন হয়েছে, চলছে ১৭টির কাজ। সব মিলিয়ে পদ্মা সেতুর মূল অবকাঠামোর ৪৯ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তবে আগামী বছরের নভেম্বরের মধ্যেই পদ্মাসেতু নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040