দিল্লিতে ভারতের নয়া বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাত
  2017-09-30 18:12:40  cri

সেপ্টেম্বর ৩০: গতকাল (শুক্রবার) দিল্লিতে ভারতের নতুন বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে সাক্ষাত করেন চীনা রাষ্ট্রদূত লুও চাও হুই। সাক্ষাতে তাঁরা চীন-ভারত সম্পর্ক ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু'দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময় বাড়াতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে একমত হয়েছেন। আশা করা যায় যে, দু'পক্ষ অভিন্ন লক্ষ্যে পথ চলবে এবং ভারতে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগের ভালো পরিবেশ সৃষ্টি হবে।

চীনা রাষ্ট্রদূত ভারতের নয়া বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে অভিনন্দন জানান এবং রেলমন্ত্রী থাকাকালে দু'দেশের সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে তার ভূমিকার প্রশংসা করেন।

জবাবে সুরেশ প্রভু বলেন, দু'দেশের নেতাদের মধ্যে সিয়ামেন শীর্ষবৈঠক থেকে ইতিবাচক সংকেত এসেছে। এ সংকেত দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে। তিনি জানান, ভারত সরকার সেদেশে ব্যবসার পরিবেশ অনেক উন্নত করেছে এবং চীনা বিনিয়োগকে বরাবরের মতোই স্বাগত জানায়।

ভারতীয় মন্ত্রী চীনা জনগণকে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৬৮তম বার্ষিকী উপলক্ষ্যে অভিনন্দনও জানান এবং তাদের অর্জনের প্রশংসা করেন। (শিশি/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040