ভারতে চীনা দূতাবাসে জাতীয় দিবসের অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজিত
  2017-09-30 16:56:27  cri
সেপ্টেম্বর ৩০: স্থানীয় সময় গতকাল (শুক্রবার) রাতে ভারতের রাজধানী নয়াদিল্লীতে চীনা দূতাবাসে ৬৮তম জাতীয় দিবস উপলক্ষ্যে এক অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পাটেলসহ ভারতের বিভিন্ন মহলের ব্যক্তিত্ব ও ভারতে প্রবাসী চীনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

চীনা রাষ্ট্রদূত লুও চাও হুই অনুষ্ঠানে বলেন, এ মাসের প্রথম দিকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিয়ামেনে বৈঠক করেন। তাদের বৈঠক থেকে 'সমঝোতা' ও 'সহযোগিতা'র ইচ্ছা প্রকাশিত হয়েছে।

চীনা রাষ্ট্রদূত আরো বলেন, চীন ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে দু'দেশের সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার আরো সম্ভাবনা রয়েছে। দু'দেশের যৌথ প্রচেষ্টা থাকলে সহযোগিতাকে কেন্দ্র করে মতভেদ দূরে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক নিশ্চিতভাবে এক নতুন পর্যায়ে উন্নীত হতে পারে।

(স্বর্ণা/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040