চীনের উচ্চ ফলনশীল 'সামুদ্রিক পানির ধান' চাষের পরীক্ষা সফল
  2017-09-29 19:39:45  cri

সেপ্টেম্বর ২৯: চীনের প্রকৌশল একাডেমির একাডেমিশিয়ান, 'সংকর ধানের পিতা' ইউয়ান লোং পিংয়ের নেতৃত্ব প্রযুক্তিবিদ দল শানতোং প্রদেশের ছিংতাওয়ে চাষ করা 'সামুদ্রিক পানির ধান' এর উত্পাদনের পরিমাণ ঘোষণা করেছেন। এ ধানের সর্বোচ্চ উত্পাদন পরিমাণ প্রতি মুতে ৬২০.৯৫ কেজি। উল্লেখ্য, এক মু প্রায় ৬৬৬ বর্গমিটারের সমান। এ থেকে প্রমানিত হয়েছে, 'সামুদ্রিক পানির ধান' গবেষণা ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

ছিংতাও সামুদ্রিক পানির ধান গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, 'সামুদ্রিক পানির ধান' হচ্ছে লোনা পানিতে চাষযোগ্য ধানের ডাক নাম। সাধারণ ধান অপেক্ষাকৃত বেশী লবণাক্ত ঘনত্ব সম্পন্ন জমিতে স্বাভাবিকভাবে চাষ করা যায় না। এখন এ গবেষণা কেন্দ্রের 'সামুদ্রিক পানির ধান' ছয় সহস্রাংশ লবণাক্ত জমিতে স্বাভাবিকভাবে চাষ করা যাবে। প্রতি মুতে ৩০০ কেজি উত্পাদন প্রত্যাশিত লক্ষ্যের চেয়ে অনেক বেশি।

বর্তমানে বিশ্বে ১৪.২৫ বিলিয়ন মু লবণাক্ত জমি আছে। এশিয়ায় রয়েছে ৪৮০ কোটি মু যা বিশ্বের তিন ভাগের এক ভাগের বেশি। এসব লবণাক্ত জমিতে এ ধরণের 'সামুদ্রিক পানির ধান' চাষ করলে খাদ্য উত্পাদন বৃদ্ধির ভবিষ্যত সম্ভাবনা বিস্তর।

(ইয়ু/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040