সিপিসি'র উনবিংশ কংগ্রেসের সংবাদ কেন্দ্র ১১ অক্টোবর থেকে কাজ শুরু করবে
  2017-09-29 16:49:30  cri
সেপ্টেম্বর ২৯: চীনের কমিউনিস্ট পার্টি- সিপিসি'র উনবিংশ কংগ্রেসের সংবাদ কেন্দ্র আগামি ১১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। এবারের সংবাদ কেন্দ্র বেইজিং মিডিয়া ভবনে খোলা হবে।

সংবাদ কেন্দ্র থেকে অধিবেশনে সাক্ষাত্কার নিতে আসা হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল , তাইওয়ান অঞ্চল এবং বিদেশী সাংবাদিকদের পরিচয়পত্র দেওয়া হবে। সেই সঙ্গে আসন্ন অধিবেশনে প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তিগত সেবা নিশ্চিত করতে উনবিংশ কংগ্রেস কর্তৃপক্ষের ওয়েবসাইট ও উইচেট একাউন্ট খোলা হবে।

সংবাদ কেন্দ্রে বিদেশী সাংবাদিকদের অভ্যর্থনা কেন্দ্রের যোগাযোগের টেলিফোন নম্বর : ৬৮৫২১২০০, ৬৮৫২১৩০০, ফ্যক্স নম্বর: ৬৮৫২১৪০০, ৬৮৫২১৬০০; হংকং, ম্যাকাও ও তাইওয়ানের সাংবাদিকদের জন্য যোগাযোগের টেলিফোন নম্বর: ৬৮৫২০২০০, ৬৮৫২০৩০০, ফ্যাক্স নম্বর ৬৮৫২০৫০০,৬৮৫২০৬০০; বিদেশী সাংবাদিকদের জন্য যোগাযোগের টেলিফোন নম্বর: ৬৮৫৭৬১০০, ৬৮৫৭৬২০০,৬৮৫৭৬৩০০, ফ্যাক্স নম্বর :৬৮৫৭৬৪০০, ৬৮৫৭৬৫০০,৬৮৫৭৪২০০।

(ওয়াং হাইমান/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040