আজকের টপিক:চীনের মধ্য-শরত্ উত্সব
  2017-10-04 16:01:30  cri

আজ হচ্ছে চীনের ঐতিহ্যবাহী 'চোং ছিউ উত্সব', অর্থাত্ 'মধ্য-শরত্ উত্সব'। আজকের অনুষ্ঠানে আমরা এই উত্সব নিয়ে আলোচনা করবো।

চীনের থাং রাজবংশের শুরুর দিকে মধ্য-শরত্ উত্সব পালন শুরু হয়। তারপর সোং রাজবংশে এই উত্সব প্রচলিত হয়। মিং এবং ছিং রাজবংশ পর্যন্ত 'মধ্য-শরত্ উত্সব' ছিলো বসন্ত উত্সবের সমান গুরুত্বপূর্ণ চীনের ঐতিহ্যবাহী উত্সবের মধ্যে অন্যতম একটি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040