'থার্ড পার্টি পেমেন্ট বা 'মোবাইল পেমেন্ট' পদ্ধতি চীনে অনেক দ্রুত উন্নয়ন
  2017-10-02 15:48:26  cri

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। এখন শুনুন 'আজকের টপিক'। পরিবেশন করছি আমি জিনিয়া এবং আমি টুটুল।

বন্ধুরা, কেমন আছেন? সম্প্রতি চীনের হাংচৌ শহরে আলিবাবা কোম্পানির সদরদফতরে প্রথম 'বুদ্ধিমান সুপার মার্কেট' খোলা হয়েছে।

'থার্ড পার্টি পেমেন্ট বা 'মোবাইল পেমেন্ট' পদ্ধতি চীনে অনেক দ্রুত উন্নয়ন হচ্ছে। তাহলে 'আজকের টপিক' অনুষ্ঠানে আমরা চীনের 'মোবাইল পেমেন্ট' পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

টুটুল, আপনি কি জানেন যে, বর্তমানে চীনারা যদি বাইরে গিয়ে কোনো কিছু ক্রয় করতে চান তাহলে তাদেরকে নগদ টাকা বহন করা দরকার হয় না। ৮৪ শতাংশ চীনা শুধু ফোনের মাধ্যমে 'থার্ড পার্টি পেমেন্ট' পদ্ধতিতে শপিং করে থাকে।

টুটুল: হ্যাঁ জিনিয়া, আসলে চীনের টেনসেন্ট কোম্পানি সম্প্রতি একটি জরিপ প্রকাশ করেছে। চীনের ৬৫৯৬ জন লোকের তথ্য সংগ্রহ করে ৩২৪টি শহরের ওপর চালানো ওই জরিপ থেকে জানা গেছে, তাদের মধ্যে ৪০ শতাংশ লোক নগদ ১০০ ইউয়ানের চেয়ে কম অর্থ নিয়ে বাইরে বের হন, আর ৮৪ শতাংশ লোক নগদ অর্থ ছাড়া বাইরে যান।

জিনিয়া: ঠিক বলেছেন টুটুল। আপনি প্রযুক্তিবিষয়ক কোম্পানি টেনসেন্টের কথা উল্লেখ করেছেন। আসলে সম্প্রতি এ কোম্পানিটি বিশ্বের নেতৃস্থানীয় কফি শপ চেইন স্টারবাক্সের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। স্টারবাক্সকে সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে টেনসেন্ট।

এ দুই কোম্পানির সহযোগিতামূলক চুক্তি অনুসারে, গত বৃহস্পতিবার থেকে সারা চীনের প্রায় ২হাজার ৫'শ স্টারবাক্স কফির দোকানে এখন উইচ্যাটের মাধ্যমে কফি কেনা যায় মানে 'পে' করা যায়। এ চুক্তির আগে ভোক্তারা শুধু ক্যাশ, ব্যাংক কার্ড ও 'আলি পে' ব্যবহার করে কফি কিনতে পারতেন।

টুটুল: হ্যাঁ, আর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ফার্ম পিডাব্লিউসি সম্প্রতি এ বিষয়ে একটি জরিপ প্রকাশ করেছে। জরিপে অংশগ্রহণকারী চীনের প্রায় এক-তৃতীয়াংশ লোক মোবাইল পেমেন্টকে পছন্দ করে।

এদিকে, আগামী বছরের প্রথম দিকে একটি ডিজিটাল উপহার প্রদান সেবা চালু করবে দুই কোম্পানি।

উইচ্যাট ব্যবহারকারীরা স্টারবাক্স ডিজিটাল উপহার পাঠাতে এবং গ্রহণ করতে পারবে এবং তারপর অফলাইন আউটলেটে এই উপহার ক্যাশ করতে পারবেন।

সামাজিক যোগাযোগের ৮৪৬ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীদের দ্বারা সমর্থিত ডিজিটাল উপহার বিতরণ সেবা ব্যবহারকারী প্রথম খুচরা ব্র্যান্ড হবে স্টারবাক্স।

জিনিয়া: আসলে চীনে এখন চীনারা যে শুধু শপিংয়ের ক্ষেত্রে মোবাইল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে তা কিন্তু নয়। সম্প্রতি বেইজিং মেট্রো কর্তৃপক্ষ মোবাইলে 'ওয়ান-কার্ড পাস' প্রচার করেছে। এর ফরে ফোন-ব্যবহারকারীরা প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, তারপর অনলাইন রিচার্জের মাধ্যমে তারা মোবাইল ফোন ব্যবহার করে মেট্রো বা সাবওয়েতে চলাচল করতে পারবেন। অর্থাত্ এক্ষেত্রে তাদেরকে আর সাবওয়ে কার্ড ব্যবহার করতে হবে না।

কিন্তু উল্লেখ্য করতে চাই যে, হুয়া ওয়েই, স্যামসাং, নুবিয়া এবং মেইজুসহ বিভিন্ন ব্রান্ডের ফোন এ অ্যাপ্লিকেশন প্রযুক্তিকে সমর্থন করে। কিন্তু আইফোন ব্যবহারকারীরা বর্তমানে এ পদ্ধতি ব্যবহার করতে পারবেন না।

টুটুল: হ্যাঁ, আমিও এ খবর পড়েছি, এমআই ৫এস স্মার্ট ফোন, হুয়া ওয়ে পি ১০ স্মার্ট ফোন এবং স্যামসাং গ্যালাক্সি এস ৮ প্লাসে নিরাপত্তা চিপস রয়েছে। এই ফোন ব্যবহারকারীরা কেবল বেইজিং 'ওয়ান-কার্ড পাস' অ্যাপ ডাউনলোড করতে পারেন।

এই পেমেন্ট পদ্ধতি সক্ষম করার জন্য অন্য মোবাইল ফোন ব্যবহারকারীদের একটি ভিন্ন সিম দিয়ে আসল সিম কার্ড প্রতিস্থাপন করতে হবে।বর্তমানে আইফোন চীনের এই প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

জিনিয়া: আসলে, চীনের 'মোবাইল পেমেন্ট' পদ্ধতি শুধু চীনা জনগণের জন্যই সুবিধা বয়ে আনছে তা নয়, এটি মোবাইল পেমেন্ট পদ্ধতি ব্যবহারকারী অন্য দেশগুলির জন্যও একটি বড় সুযোগ বয়ে আনছে।

টুটুল: ঠিক বলেছেন জিনিয়া, যেমন জার্মানির দ্বিতীয় বৃহত্তম ড্রাগ স্টোর চেইন রোসম্যান বর্তমানে দুই হাজারেও বেশি খুচরা বিক্রেতার মধ্যে চীনের এই আলিপে সেবা চালু করেছে।

রোসম্যানের ব্যবস্থাপনা পরিচালক রাউল রোসম্যান সিনহুয়া বার্তা সংস্থাকে জানিয়েছেন, আলিপে ব্যবহার করে চীনা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করার চেষ্টা করছে তাঁর কোম্পানি।

জিনিয়া: সত্যি কথা বলতে চাই, চীনের মোবাইল পেমেন্ট পদ্ধতি অনেক দ্রুত উন্নয়ন পেয়েছে। আসলে সম্প্রতি অ্যাপল কোম্পানির সিইও টিম কুকও বলেছেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মোবাইল পেমেন্ট পদ্ধতি ও চীনের মোবাইল পেমেন্ট পদ্ধতির মধ্যে অনেক ব্যবধান রয়েছে।

টুটুল: হ্যাঁ, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করে। তাছাড়া মার্কিন ব্যবসায়ীদের মধ্যে এ ধরনের মোবাইল পেমেন্ট পদ্ধতি ব্যবহারে ধীর গতি লক্ষ্য করা যায়। কিন্তু চীনে ছোট ছোট ব্যবসার কারণে, এ ধরনের মোবাইল পেমেন্ট বিষয়ক নানা পরিবর্তন গ্রহণে সবার মধ্যে উচ্চ আগ্রহ দেখা যায়।

জিনিয়া: আচ্ছা বন্ধুরা, আপনারা কি চীনের মোবাইল পেমেন্ট পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে চান? আপনাদেরকে স্বাগত। সত্যি এ পদ্ধতি অনেক সুবিধাজনক।

আচ্ছা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানে শেষ। আশা করি বন্ধুরা পছন্দ করেছেন। আগামীকাল 'আজকের টপিক' অনুষ্ঠানে টুটুল এবং লিলি আপনাদের কাছে আরো চমত্কার তথ্য তুলে ধরবেন। সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন। চাই চিয়েন। (জিনিয়া ওয়াং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040