বেইজিংয়ে 'পরিশ্রম ও উন্নতির পাঁচ বছর' শিরোনামে প্রদর্শনী শুরু
  2017-09-27 16:47:36  cri
সেপ্টেম্বর ২৭: আসন্ন চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৯তম কংগ্রেসকে স্বাগত জানাতে সম্প্রতি 'পরিশ্রম ও উন্নয়নের পাঁচ বছর' শিরোনামে একটি প্রদর্শনী বেইজিংয়ে শুরু হয়েছে। প্রদর্শনীতে রাজনীতি, অর্থনীতি, সমাজ, প্রাকৃতিক পরিবেশ ও কূটনীতিসহ ১০টি ক্ষেত্র থেকে অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর গত ৫ বছরে সিপিসি ও চীনের ঐতিহাসিক সংস্কার ও অর্জিত উজ্জ্বল সাফল্য তুলে ধরা হয়েছে।

সুপ্রিয় শ্রোতা, আজকের সংবাদ পর্যালোচনায় শুনুন এ প্রদর্শনীর বিস্তারিত.. পরিবেশন করছি আমি রুবি

'পরিশ্রম ও উন্নতির পাঁচ বছর' শিরোনামে প্রদর্শনী গতকাল (মঙ্গলবার) সবার জন্য উন্মুক্ত করা হয়। বেইজিংয়ে প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রদর্শনীর প্রথম দিনেই ব্যাপক লোকজন উপস্থিত হন। প্রদর্শনীতে বাস্তব নমুনা, ভিডিও, ছবি ও উপাত্তসহ নানা পদ্ধতিতে গত ৫ বছরে চীনের নানান ক্ষেত্রের অগ্রগতি তুলে ধরা হয়।

'জনগণকে কেন্দ্র করে জনগণের অর্জন বাড়ানো' শিরোনামে প্যাভিলিয়নে 'স্মার্ট ক্লাস' বেইজিং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চাং লি ছিনের দৃষ্টি কেড়েছে। স্মার্ট ক্লাসে দূরবর্তী মাল্টি- ইন্টারেক্টিভ শিক্ষণ ব্যবস্থার মাধ্যমে বেইজিংয়ের প্রাথমিক স্কুলের সঙ্গে সিন চিয়াং ও ইউয়ুন নানসহ দূরবর্তী প্রদেশের প্রাথমিক স্কুলকে যুক্ত করা হয়।

এ ব্যবস্থার মাধ্যমে দূরবর্তী প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা বেইজিংয়ের সুষ্ঠু শিক্ষাসম্পদ উপভোগ করতে পারে। এ প্রসঙ্গে চাং লি ছিন বলেন, গত ৫ বছরে দূরবর্তী মাল্টি - ইন্টারেক্টিভ শিক্ষণ ব্যবস্থার দ্রুত উন্নতি অর্জিত হয়েছে। তিনি এ ব্যবস্থায় লাভবান হয়েছেন।

তিনি বলেন,

"অন-লাইন শিক্ষা দ্রুত উন্নত হয়েছে, এটি শিক্ষা খাতের বৃহত্তম পরিবর্তন। যার কারণে বেইজিংয়ের উপকণ্ঠে থাকা আমি ভালো শিক্ষক পেতে সক্ষম হয়েছি। চীনের নানা শিক্ষা সংস্থা এ প্ল্যাটফর্ম প্রদান করে, যাতে সবাই সমতাসম্পন্ন শিক্ষার সুযোগ পেতে পারে"।

'স্বাস্থ্যকর চীন প্রতিষ্ঠা' শিরোনামে প্যাভিলিয়নে ৭৮ বছর বয়সী শিক্ষক পাই শু ওয়াং চিকিত্সা সংস্কার গভীরতর করে চিকিত্সায় ব্যক্তিগত ব্যয় কমানো নিয়ে বলেন,এখন বৃদ্ধবৃদ্ধাদের জন্য চিকিত্সা সংস্কার খুব গুরুত্বপূর্ণ। গত ৫ বছরে আমাদের চিকিত্সা ব্যয় ক্রমশই কমেছে। আমরা চিকিত্সা সংস্কার থেকে অনেক লাভবান হয়েছি।

কেবল শিক্ষা, চিকিত্সা নয়, গত ৫ বছরে জনসাধারণের আয় বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তাসহ নানা ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। এ প্রদর্শনীর আয়োজনে অংশগ্রহণকারী চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের পরিচালক কোং জেন চি বলেন,

'বিস্তারিত যদি বলি, যেমন শিক্ষার খাতে ১৬ বছর ও এর ওপর বয়সী নাগরিকদের শিক্ষাগ্রহণের গড় সময় ৯.৪২ বছর। শিক্ষাদানের মানে বিশ্বের মাঝারি ও উচ্চ পর্যায়ে প্রবেশ করেছে চীন। আয়ের ক্ষেত্রে গত ৫ বছরে চীনের নাগরিকদের বেতন ৪৩.৫ শতাংশ বেড়েছে এবং চিকিত্সা সম্পদ সমৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনাদের আয়ু ৭৬.৩৪ বছর বয়সে দাঁড়িয়েছে'।

অনেক বিদেশিও এ প্রদর্শনী দেখতে যান। শাংহাইয়ে কর্মরত একজন কানাডিয়ান সাংবাদিকদের বলেন,

'আমি মাত্র প্রেসিডেন্ট সি চিন পিং'র চীনা স্বপ্ন সম্পর্কে জানতে শুরু করেছি। এমন স্বপ্ন বিশ্বজুড়ে সকলের স্বপ্ন হওয়া উচিত। স্বপ্নটি শান্ত, সুখী ও সহযোগিতাসূলভ'। (রুবি/টুটুল/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040