ইন্টারপোলের ৮৬তম পূর্ণাঙ্গ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সি চিন পিং
  2017-09-26 16:05:55  cri

 

সেপ্টেম্বর ২৬: আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোলের ৮৬তম পূর্ণাঙ্গ অধিবেশনের উদ্বোধন গতকাল (সোমবার) বেইজিংয়ের জাতীয় সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এতে 'আইন প্রয়োগের মাধ্যমে সহযোগিতা ও নব্যতাপ্রবর্তনে অবিচল থাকা, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় হাতে হাত রেখে প্রচেষ্টা চালানো ' শীর্ষক গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, বিভিন্ন দেশের সরকার , আইন প্রয়োগকারী সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা , নব্যতাপ্রবর্তন, আইন ব্যবস্থাপনা ও কল্যাণকর ভিত্তিতে যৌথভাবে মানবজাতির অভিন্ন স্বার্থ ভিত্তিক কমিউনিটি গড়ে তুলতে চীন ইচ্ছুক ।

তিনি বলেন, ইন্টারপোল প্রতিষ্ঠার পর বিগত শতাধিক বছরে সংস্থাটি পাস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদার এবং বিশ্ব নিরাপত্তাকে এগিয়ে নেয়ার মাধ্যমে অপরিহার্য ভূমিকা পালন করেছে।

১৯৮৪ সালে চীনের সদস্য পদ পুনরায় শুরু থেকে সংস্থার লক্ষ্য মেনে বিশ্ব নিরাপত্তা ও স্থিতিশীলতায় চীন অবদান রেখে চলেছে বলেও জানান তিনি।

এদিকে,আন্তর্জাতিক আইন প্রয়োগ সংক্রান্ত নিরাপত্তা সহযোগিতা জোরদার সম্পর্কে ৪টি প্রস্তাব তুলে ধরেন চীনা প্রেসিডেন্ট।

(ওয়াং হাইমান/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040