'নিরলস প্রচেষ্টার পাঁচ বছর' শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেছেন সি চিন পিং
  2017-09-26 15:38:52  cri
সেপ্টেম্বর ২৬: চীনা কমিউনিস্ট পার্টি বা সিপিসি কেন্দ্রীয় কমিটির উনবিংশ অধিবেশন শুরুর আগে সিপিসি'র সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (সোমবার) 'নিরলস প্রচেষ্টার পাঁচ বছর' শীর্ষক এক প্রদর্শনী পরিদর্শন করেছেন । প্রদর্শনীটি বেইজিং প্রদর্শনী ভবনে আয়োজিত হয়।

এ সময় প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির অষ্টাদশ অধিবেশনের পর বিগত পাঁচ বছর সিপিসি ও দেশের উন্নয়ন প্রক্রিয়ায় অনন্য সাধারণ পাঁচ বছর। বিগত পাঁচ বছর সিপিসি'র নেতৃত্বে গোটা দেশের বিভিন্ন জাতির জনগণ ঐক্যবদ্ধভাবে অদম্য সংগ্রামের মাধ্যমে চীনা স্ববৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক ব্রত অর্জনে লক্ষণীয় অগ্রগতি অর্জন করেছে। 'দু'টো একশ' লক্ষ্য ও চীনা জাতির মহাপুনরুদ্ধান স্বপ্ন' বাস্তবায়নে চীনা জনগণ অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি।

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি খ্য ছিয়াং, চাং তে চিয়াং, ইয়ু চেং শেং, লিউ ইয়ুন শান, ওয়াং ছি শান ও চাং কাও লি প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।

(ওয়াং হাইমান/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040