বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপ
  2017-09-26 15:38:25  cri
সেপ্টেম্বর ২৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আমন্ত্রিত হয়ে বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র সঙ্গে গতকাল (সোমবার) টেলিফোনে আলাপ করেছেন।

ফোনালাপে প্রেসিডেন্ট সি বলেন, জি-২০ জোটের হামবুর্গ শীর্ষ সম্মেলন চলাকালে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে চীন ও বৃটেনের ২১ শতকে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর করা এবং অব্যাহতভাবে এ সম্পর্কের স্বর্ণ যুগ প্রতিষ্ঠার ব্যাপারে একমত হই। চলতি বছর দু'দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী উপলক্ষ্যে দু'দেশের উচ্চ পর্যায়ের আদান-প্রদান বাজায় রাখা, বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাগত সংলাপকে এগিয়ে নিয়ে যাওয়া, চীন ও বৃটেনের আর্থ-বাণিজ্যিক বিনিময় ও সাংস্কৃতিক সহযোগিতার শক্তিশালী প্রবণতা বজায় রাখা এবং বিশ্ব শান্তি সুরক্ষার ক্ষেত্রে সমন্বয় জোরদার করা উচিত্। চীন বৃটেন এবং ইউরোপের সঙ্গে সম্পর্কোন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।

তেরেসা মে বলেন, বৃটেন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে আসছে। চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের আদান-প্রদান ঘনিষ্ঠতর করতে এবং আর্থ-বাণিজ্য ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের সহযোগিতা গভীরতর করতে ইচ্ছুক বৃটেন।

ফোনালাপে দু'নেতা কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040