প্রথম চীন-মার্কিন সামাজিক ও সাংস্কৃতিক সংলাপ ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে
  2017-09-26 15:26:34  cri
সেপ্টেম্বর ২৫: মার-আ-লাগো বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার মতৈক্য অনুযায়ী প্রথম চীন-মার্কিন সামাজিক ও সাংস্কৃতিক সংলাপ ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়েন তোং এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলার্সন যৌথভাবে সংলাপের সভাপতিত্ব করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং গতকাল (সোমবার) এ তথ্য জানান।

তিনি বলেন, সংলাপ চলাকালে দু'পক্ষ সাংস্কৃতিক ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের বিনিময় ও সহযোগিতা নিয়ে গভীরভাবে মতবিনিময় করবে। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের সফলতা অর্জনের প্রচেষ্টা চালাতে ইচ্ছুক বলে মুখপাত্র জোর দিয়ে বলেন।

(লিলি/মহসী

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040