জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনের সাধারণ বিতর্ক শেষ
  2017-09-26 15:26:43  cri
সেপ্টেম্বর ২৬: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনের সাধারণ বিতর্ক গতকাল (সোমবার) নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে সমাপ্ত হয়েছে। বিতর্ককালে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বহুপক্ষবাদ জোরদার, টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং পরমাণু হুমকি, জলবায়ু পরিবর্তন, শরণার্থী সমস্যা ও সন্ত্রাসবাদসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা নিয়ে অবস্থান ব্যাখ্যা করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনের প্রেসিডেন্ট মিরোস্লাভ লাগেজ সমাপনী অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে আন্তর্জাতিক সমাজকে মানুষের উন্নয়নে প্রাধান্য দেওয়ার আহবান জানান।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনের সাধারণ বিতর্ক ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের সদরদফতর নিউইয়র্কে অনুষ্ঠিত হয়। এতে ১৯৬টি দেশের নেতা ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন এবং ভাষণ দেন। বিতর্ককালে জলবায়ু পরিবর্তন নিয়ে উচ্চ পর্যায়ের বেসরকারি সংলাপ এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকসহ ধারাবাহিক উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজিত হয়।

(জিনিয়া ওয়াং/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040