লিউ চিয়ে ই'র জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিদায়ী সাক্ষাত্
  2017-09-26 14:49:08  cri
সেপ্টেম্বর ২৬: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি লিউ চিয়ে ই তাঁর দায়িত্বের মেয়াদ শেষ করতে গতকাল (সোমবার) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বিদায়ী সাক্ষাত্ করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এই সাক্ষাত্ অনুষ্ঠিত হয়।

দায়িত্ব পালনকালে সমর্থন দেওয়ায় মহাসচিবকে ধন্যবাদ জানান লিউ চিয়ে ই। চীন ও জাতিসংঘের সহযোগিতার ইতিবাচক মূল্যায়ন করেন তিনি। তিনি বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং যৌথভাবে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা এবং সহযোগিতা ও কল্যাণ কেন্দ্র করে আন্তর্জাতিক নতুন সম্পর্ক গড়ে তোলার যে ধারণা উত্থাপন করেছেন তা 'জাতিসংঘ সনদ'-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। চীন সবসময় বহু পক্ষবাদে অবিচল থাকবে এবং জাতিসংঘসহ বহুপাক্ষিক সংস্থার প্রতি সমর্থন অব্যাহত রাখবে। জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে চীন আগ্রহী বলেও জানান তিনি।

বিগত চার বছর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় লিউ চিয়ে ই'র ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের অন্যতম এবং বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিষয়ে চীনের অবদান উল্লেখযোগ্য।

(ওয়াং হাইমান/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040