লিউ ইয়েন তোং নিউইয়র্ক ইউনিভার্সিটির 'প্রিন্সিপাল পদক' এ ভূষিত
  2017-09-26 14:41:34  cri
সেপ্টেম্বর ২৬: চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়েন তোং নিউইয়র্ক ইউনিভার্সিটির সর্বোচ্চ সম্মান 'প্রিন্সিপাল পদক'এ ভূষিত হয়েছেন।

গতকাল (সোমবার) নিউইয়র্ক ইউনিভার্সিটির অধ্যক্ষ অ্যান্ড্রু হ্যামিল্টন তাঁকে এই পদক হস্তান্তর করেন।

পদক প্রদান অনুষ্ঠানে দেওয়া ভাষণে লিউ ইয়েন তোং বলেন, গত ১০ বছর আমি চীন ও যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক বিনিময়ের প্রাণবন্ত উন্নয়ন স্বচক্ষে দেখেছি এবং এতে অংশ নিয়েছি। আমি গভীরভাবে উপলব্ধি করি যে, চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি হিসেবে সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্ব এবং মনোনিবেশ করা উচিত্। শিক্ষা ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা উভয়ের জন্য কল্যাণকার খাত। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে নিউইয়র্ক ইউনিভার্সিটির সহযোগিতা ফলপ্রসূ হয়ে আসছে। তিনি বলেন, নিউইয়র্ক ইউনিভার্সিটি চীনের ৭ হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অব্যাহতভাবে সহযোগিতার মান বাড়িয়ে দেশ দু'টির সাংস্কৃতিক এবং জনগণের মৈত্রী গভীরতর করতে অবদান রাখবে বলে আমি আশা করি। দু'পক্ষের যৌথ প্রচেষ্টায় এই লক্ষ্য বাস্তবায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040