আমার ইন ছুয়ান ও হে ফেই সফর-১
  2017-09-27 10:15:03  cri

তাহলে 'স্মার্ট পরিবহন' মানে কী? বিকেলে আমাদের দলটি ইন ছুয়ানের একটি সাধারণ সড়কে পৌঁছায়। সড়কে সর্ট সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই ক্যামেরাগুলো আবার যুক্ত ইন্টারনেটের সাথে। এসব ক্যমারার মাধ্যমে পরিবহন বিভাগ নানা উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারে। এ বিশ্লেষণ থেকে শহরের কোথায় কোথায় ট্রাফিক জ্যাম আছে বা হতে পারে, তা জানা যায়। এ তথ্য দ্রুত পৌঁছে দেওয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ তখন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। বিশেষ ব্যবস্থা হিসেবে কখনও কখনও সড়কের ডিভাইডার সরিয়ে রাস্তা প্রশস্ত করা হয়। একে বলা হয় 'টাইডলেন'। পুলিশ, দমকলসহ সরকারি অন্যান্য বিভাগও এ তথ্যকেন্দ্রের সাথে যুক্ত।

'ভবিষ্যত নগর' নামক একটি স্মার্ট কমিউনিটি দেখেছি আমরা। এখানে আছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা এবং অনান্য নাগরিক সুবিধা। এ কমিউনিটিতে প্রবেশ করার আগে নিজের মুখ স্ক্যান করতে হয়। কমিউনিটির বাসিদা না-হলে প্রবেশ করা যাবে না। তবে কমিউনিটির কোনো বাসিন্দার সঙ্গে দেখা করতে চাইলে বা কমিউনিটির কোনো বাসিন্দা আপনাকে আমন্ত্রণ জানালে পূর্ব-অনুমতি নিয়ে আপনি সেখানে যেতে পারেন। কমিউনিটির ডাটা বেসে সকল অপরাধীর তথ্যও আছে। কোনো অপরাধী কমিউনিটিতে প্রবেশ করতে চাইলে, তাত্ক্ষণিক ধরা পড়ে যাবে। এতোসব সুবিধা ভোগ করছে কমিউনিটির বাসিন্দারা, কিন্তু তাদের এ জন্য কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না!

ইন ছুযান উত্তর-পশ্চিম চীনে অবস্থিত। অথচ এটি স্মার্টনেসের দিক দিয়ে অনেক বড় শহরের চেয়ে এগিয়ে আছে। এটি চীন এমনকি বিশ্বের বিভিন্ন শহরের জন্যও একটি ভালো দৃষ্টান্ত হতে পারে। (শিশির/আলিম)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040