চীনা নৌবাহিনীর ফ্লিট- ১৭৪ সানইয়াতে পৌঁছেছে
  2017-09-25 19:01:19  cri
সেপ্টেম্বর ২৫: চীনা নৌবাহিনীর ফ্লিট- ১৭৪ আজ (সোমবার) নিরাপদে সানইয়া শহরের হার্বারে নোঙর করেছে।

এ জাহাজ বহর জুন মাসের শেষ দিক থেকে ১০০ দিন পার করে ২৮ হাজার নটিক্যাল মাইলেরও বেশী অতিক্রম করে সন্ত্রাস এবং জলদুস্য দমনসহ বিভিন্ন অনুশীলন সম্পন্ন করেছে।

যৌথ মহড়া এবং সফরসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জাহাজ বহর বিদেশে স্থায়ীভাবে কর্তব্য পালনের অভিজ্ঞতা অর্জন করেছে। এর ফলে নৌবাহিনীর প্রশিক্ষণের মান ও সেনাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, গাইডেড মিসাইল ফ্রিগেট এবং সার্বিক সরবরাহ জাহাজ নিয়ে চীনা নৌবাহিনীর ফ্লিট-১৭৪ গঠিত। (লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040