'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে চীনের সঙ্গে এ পর্যন্ত ৭৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত
  2017-09-25 18:51:25  cri
সেপ্টেম্বর ২৫: 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে চীনের সঙ্গে ইতোমধ্যেই ৭৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ থেকে স্পষ্ট যে, 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব আন্তর্জাতিক সমাজে অধিকতর সমর্থন পেয়েছে। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান।

এর আগে , চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক বিষয়ক বিভাগের মধ্যে 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।

এ সম্পর্কে মুখপাত্র বলেন, এই প্রস্তাবে আন্তর্জাতিক সমাজের সমর্থন পাওয়ার মূল কারণ হচ্ছে 'এক অঞ্চল, এক পথ' প্রতিষ্ঠা কাজের প্রক্রিয়ায় চীন সবসময় 'যৌথভাবে পরামর্শ ও অংশীদারিত্বের ধারণা' অনুসরণ করে। এই প্রস্তাব সংশ্লিষ্ট অঞ্চল ও বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে নতুন চালিকাশক্তি যোগাবে বলে তিনি আস্থাশীল।

(ওয়াং হাইমান/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040