২০১৭ সালের সামুদ্রিক রেশম পথের মেলায় ২১৯ বিলিয়ন ইউয়েনের চুক্তি স্বাক্ষরিত
  2017-09-25 18:45:11  cri
সেপ্টেম্বর ২৫: একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশম পথের আন্তর্জাতিক মেলা-২০১৭ গতকাল (রোববার) শেষ হয়েছে।

মেলা কর্তৃপক্ষ সুত্র থেকে জানা গেছে, ৭৯টি দেশ ও অঞ্চল এবারের মেলায় অংশ নেয়। মেলা চলাকালে মোট ৭৫৮টি চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত এসব চুক্তির আর্থিক মূল্য ২১৯ বিলিয়ন ইউয়েন রেনমিনপি। সংখ্যাগত ভাবে এই বৃদ্ধি গত বছরের তুলনায় ৫.৯ শতাংশ।

চলতি বছর কুয়াংতোং, হংকং ও ম্যাকাওসহ গ্রেট বে এরিয়ার নির্মাণ কাজ জাতীয় কৌশলে অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রেক্ষাপটে মেলা চলাকালে থিম প্রদর্শন এলাকায় গ্রেট বে এরিয়ার সার্বিক পরিস্থিতি, সহযোগিতার উদ্দেশ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। তাছাড়া, থিম প্রদর্শন এলাকায় 'এক অঞ্চল এক পথ' উদ্যোগে কুয়াংতোং প্রদেশের অবস্থান, অর্জিত ফলাফল এবং মধ্য এশীয় দেশগুলোর সঙ্গে প্রদেশটির আর্থ-বাণিজ্যিক বিনিময় তুলে ধরা হয়।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040