চীন ও রাশিয়ার চলতি বছরের যৌথ সামুদ্রিক মহড়া সমাপ্ত
  2017-09-25 17:55:33  cri
সেপ্টেম্বর ২৫: 'চীন ও রাশিয়ার যৌথ সামুদ্রিক মহড়া--২০১৭' আজ (সোমবার) সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। এটি চলতি বছরে দু'পক্ষের দ্বিতীয় দফার মহড়া

'চীন ও রাশিয়ার যৌথ সামুদ্রিক মহড়া--২০১৭' দুই দফায় অনুষ্ঠিত হয়। প্রথম দফায় এই মহড়া গত ২১ থেকে ২৮ জুলাই বাল্টিক সাগরে অনুষ্ঠিত হয়। এটি চীনা নৌ-বাহিনীর প্রথমবারের মতো বাল্টিক সাগরে রুশ নৌ-বাহিনীর সাথে চালানো বড় আকারের যৌথ সামরিক মহড়া। দ্বিতীয় দফায় গত ১৮ ও ২৫ সেপ্টেম্বর জাপান সাগরের দক্ষিণ পিটার বিগ উপসাগরীয় অঞ্চলে মহড়া অনুষ্ঠিত হয়। এতে দু'পক্ষের যৌথ সন্ত্রাসদমন ও যৌথ প্রতিরক্ষাসহ বিভিন্ন ইভেন্টে মহড়া অনুষ্ঠিত হয়।

এবারের মহড়া চীন ও রাশিয়ার বার্ষিক সামরিক পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত ব্যবস্থায় অনুষ্ঠিত হয়। চীন ও রাশিয়ার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ককে এগিয়ে নেয়া এবং দু'দেশের সামরিক বাহিনীর বাস্তব সহযোগিতা গভীর করা এসব মহড়ার উদ্দেশ্য।

(ওয়াং হাইমান/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040