'তিব্বতী যুবকদের জন্য বিশেষ তহবিল' প্রতিষ্ঠিত
  2017-09-25 16:48:35  cri
সেপ্টেম্বর ২৫: 'তিব্বতী যুবকদের বিশেষ তহবিল' গতকাল (রোববার) তিব্বতের রি খা চি শহরে প্রতিষ্ঠিত হয়েছে। এই তহবিলের উদ্যোক্তা চীনের জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী সদস্য এবং তিব্বতকে সহায়তা দেয়া উন্নয়ন তহবিল কাউন্সিলের প্রধান পাঞ্চেন লামা এরদেনি কিগিযাবু।

জানা গেছে, এই তহবিল প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে সাংস্কৃতিক খাতে অবদান রাখতে তিব্বতী যুবকদের উত্সাহ দেয়া। সিপিসি'র তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের উপ-সম্পাদক এবং স্থানীয় সরকারী উপদেষ্টা জানান, এই তহবিল তিব্বতের সমাজ, অর্থনীতি ও সাংস্কৃতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে। তিব্বতের বিভিন্ন নৃগোষ্ঠীর যুবকদের বিনিময়, সম্পর্কোন্নয়ন এবং জাতিগত ঐক্যকে এগিয়ে নেয়াসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। এই সংস্থা তিব্বতের সাংস্কৃতিক উন্নয়নে নতুন অবদান রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

(ওয়াং হাইমান/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040