সিরিয়ায় সংঘর্ষ নিবারণ অঞ্চল স্থাপনে সেদেশের সার্বভৌমত্বকে সম্মান করা উচিত্: চীনা বিশেষ দূত
  2017-09-25 16:38:19  cri
সেপ্টেম্বর ২৫: সিরিয়ায় সংঘর্ষ নিবারণ অঞ্চল স্থাপনে সেদেশের সার্বভৌমত্বকে পুরোপুরিভাবে সম্মান করা উচিত্ যাতে বিচ্ছিন্নতাবাদী পরিস্থিতি এড়ানো যায়। সঙ্গে সঙ্গে সন্ত্রাসী সংগঠনগুলোকে অব্যাহতভাবে দমন করা উচিত্।

মিশরে সফররত সিরিয়া ইস্যু বিষয়ক চীন সরকারের বিশেষ দূত সিয়ে সিও ইয়েন গতকাল (রোববার) কায়রোতে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাত্কারে একথা বলেন।

তিনি বলেন, সিরিয়ার ইস্যুতে সম্প্রতি গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটেছে। রাজনৈতিক উপায়ে এ সমস্যা সমাধানের দিকে ধাবিত হচ্ছে। জেনিভা এবং আস্তানা প্রক্রিয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলো সিরিয়ায় চারটি সংঘর্ষ নিবারণ অঞ্চল স্থাপন করেছে যা যুদ্ধ বিরতির পরিস্থিত সুরক্ষার অনুকূল। তাছাড়া, রাক্কা এবং দেই আজ জোরে সন্ত্রাসদমন যুদ্ধে ইতিবাচক ফলাফলও অর্জিত হয়েছে।

সিয়ে সিও ইয়েন বলেন, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ সিরিয়ায় সংঘর্ষ নিবারণ অঞ্চল স্থাপনের ব্যাপারে যে মতৈক্যে পৌঁছেছে এতে রাজনৈতিক উপায়ে সিরিয়ার ইস্যুর সমাধানে আন্তর্জাতিক সমাজের আশা-আকাঙ্ক্ষার প্রকাশ। এই অস্থায়ী সিদ্ধান্তে সেদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ভৌগলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত্ বলে তিনি জোর দিয়ে বলেন। (লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040