নেপালে চীনা দূতাবাসে ৬৮তম জাতীয় দিবস উদযাপন
  2017-09-25 16:35:33  cri
সেপ্টেম্বর ২৫: চীনের ৬৮তম জাতীয় দিবস উপলক্ষ্যে গতকাল (রোববার) নেপালে চীনা দূতাবাস উদযাপনী অনুষ্ঠান আয়োজন করে।

নেপালে চীনা রাষ্ট্রদূত ইয়ু হুং বলেন, চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা থেকে বিশেষ করে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের পর চীনের কমিউনিস্ট পার্টি বা 'সিপিসি'র' নেতৃত্বে চীনে রাজনৈতিক স্থিতিশীলতা , অর্থনৈতিক উন্নয়ন এবং জনসাধারণের সুখী জীবন বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, এ বছরের প্রথমার্ধে চীনা অর্থনীতি ৬.৯ শতাংশ প্রবৃদ্ধি বজায় রেখেছে। সেই সঙ্গে, প্রথম 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতামূলক শীর্ষ ফোরাম ও ব্রিক্সভুক্ত দেশগুলোর সিয়ামেন শীর্ষ সম্মেলন পৃথক পৃথকভাবে বেইজিং ও সিয়ামেনে সাফল্যের সঙ্গে আয়োজিত হয়েছে। তিনি বলেন, সিপিসি'র উনবিংশ কেন্দ্রীয় কমিটির অধিবেশন আগামী ১৮ অক্টোবর বেইজিংয়ে শুরু হবে। অধিবেশনে নতুন প্রজন্মের নেতৃগ্রুপ নির্বাচিত হবে। 'দু'টো একশ' লক্ষ্য ও চীনা জাতির মহা পুনরুদ্ধার স্বপ্ন' বাস্তবায়নের জন্য চীনা জনগণ অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি।

তিনি আরো জোর দিয়ে বলেন, চীন ও নেপালের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিগত ৬২ বছরে দু'দেশের সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন হয়েছে। নেপালের সঙ্গে চীন ও নেপালের পারস্পরিক কল্যাণকর সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে চীন আগ্রহী বলেও মন্তব্য করেন তিনি।

(ওয়াং হাইমান/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040