উত্তর কোরিয়ার সাথে পরমাণু যুদ্ধ এড়ানোর সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন ট্রাম্প: মার্কিন অর্থমন্ত্রী
  2017-09-25 16:33:26  cri
সেপ্টেম্বর ২৫: উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধ এড়ানোর সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন টার্নার মুনুচিন গতকাল (রোববার) এবিসি টেলিভিশনের কাছে দেওয়ার এক সাক্ষাত্কারে এ'কথা বলেন।

ট্রাম্পের সাম্প্রতিক আচরণ থেকে প্রমাণিত হয় যে, উত্তর কোরিয়ার মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সকল উপায় টেবিলে রাখা আছে। তিনি বলেন, পরমাণু যুদ্ধের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা দেখতে চান না ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন, পরমাণু যুদ্ধ এড়ানোর সর্বাত্ম প্রচেষ্টা চালাবে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি উত্তর কোরিয়ার প্রতি মার্কিন সরকারের অত্যন্ত কঠোর দৃষ্টিভঙ্গী প্রকাশ পেয়েছে। ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের বিতর্কে অংশ নিয়ে ট্রাম্প সার্বিকভাবে উত্তর কোরিয়াকে ধ্বংস করা সংশ্লিষ্ট মন্তব্য করেন।

২১ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার ওপর নতুন দফা অবরোধ আরোপের ঘোষণা দেন তিনি।

মার্কিন পক্ষের চাপ প্রসঙ্গে কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম- সেন্ট্রাল নিউজ এজেন্সি ২২ সেপ্টেম্বর সেদেশের সর্বোচ্চ নেতা কিম জং উনের বিবৃতির বরাত দিয়ে জানায়, ট্রাম্প বিশ্বের কাছে উত্তর কোরিয়া এবং তাকে অপমান করে যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে তিনি সবচে শক্তিশালী ব্যবস্থা নিয়ে পাল্টা আক্রমণ চালানোর বিষয় বিবেচনা করছেন।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040