চীনে বিমানে ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহারের সুযোগ আসছে
  2017-09-25 15:18:06  cri

আমাদের 'আজকের টপিক' চীনে বিমানে ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহারের সুযোগ।

সম্প্রতি চীনের ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটা খবর সবার দৃষ্টি আকর্ষণ করে। খবর অনুসারে, চীনা সিভিল এভিয়েশন অথরিটি চীনা বিমানগুলোতে ব্যক্তিগত পোর্টেবল ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেবে। এ ব্যাপারে বিমান কোম্পানিগুলো নিজ নিজ নীতি প্রণয়ন করতে করতে পারবে। এ সিদ্ধান্ত কার্যকর হলে, চীনের বিমানগুলোতে যাত্রীরা আকাশে বসেই মাটির প্রিয়জনদের সঙ্গে ব্যক্তিগত মোবাইল ফোনে কথা বলতে পারবে, ব্যবসায়ী পারবেন তার ব্যবসাসংক্রান্ত যোগাযোগ সহজে সম্মন্ন করতে। এ খবর ছড়িয়ে পড়ার পর চীনের ইন্টারনেট ব্যবহারকারীদের মন্তব্যও পাওয়া গেছে প্রচুর।

কেউ কেউ মন্তব্য করেছেন, এ সিদ্ধান্ত চট করে বাস্তবায়ন করা যাবে না; অনেক কাজ করতে হবে। যেমন, বিমান কোম্পানিকে প্রথমে সিভিল এভিয়েশন অথরিটির কাছ থেকে অনুমতি নিতে হবে। এরপর কোম্পানি আকাশে ওয়াইফাইয়ের ব্যবস্থা করতে বিমানকে মোডিফাই করবে। নতুন ব্যবস্থা নিয়ে ট্রায়ালও করতে হবে। অনেক ঝক্কি।

একজন মন্তব্য করেছেন: নতুন নীতি প্রণয়ন এবং এ সংক্রান্ত আইন করা সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু যদি শেষ পর্যন্ত এটা করা যায়, তবে একটা কাজের কাজ হবে।

তবে, নতুন এই নীতিকে সবাই স্বাগত জানিয়েছেন একযোগে। বিদেশি অনেক কোম্পানির বিমানে ব্যক্তিগত মোবাইল ফোন ও অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রপাতি ব্যবহারে নিষেধাজ্ঞা নেই। এতে আন্তর্জাতিক বাজারে চীনের বিমান কোম্পানিগুলো পিছিয়ে আছে, কোম্পানিগুলোর প্রতিযোগিতার ক্ষমতা কমেছে। অতএব চীনা বিমানেও এ নিষেধাজ্ঞা যত দ্রুত উঠে যাবে, তত ভালো।

(শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040