ল্যানক্যাং নদী-মেকং নদী সাংস্কৃতিক ফোরাম নিং বো শহরে অনুষ্ঠিত
  2017-09-25 11:09:31  cri
সেপ্টেম্বর ২৫: পঞ্চদশ এশীয় সাংস্কৃতিক দিবসের প্রধান একটি তত্পরতা হিসেবে ল্যানক্যাং নদী-মেকং নদী সাংস্কৃতিক ফোরাম গতকাল (রোববার) চীনের চিয়ে চিয়াং প্রদেশের নিং বো শহরে অনুষ্ঠিত হয়।

চীনের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী লুও সু কাং, থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী তানসাক প্যাটিমাপোগোন, লাওসের শিল্প ও সংস্কৃতি বিভাগের রাষ্ট্রীয় সচিব বোসেঙখাম ভংদালাসহ বিভিন্ন নেতারা ল্যানক্যাং নদী-মেকং নদী অঞ্চলের সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা নিয়ে ভাষণ দেন।

ভাষণে মন্ত্রী লুও বলেন, সার্বিকভাবে ল্যানক্যাং নদী-মেকং নদী সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা গভীর করা এশিয়ার ভাগ্য নির্মাণের প্রবণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং তা এশীয় সভ্যতার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কল্যাণকর। ল্যানক্যাং নদী-মেকং নদী সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা নিয়ে মন্ত্রী লুও ৩টি প্রস্তাব দেন। প্রথমত, ল্যানক্যাং নদী-মেকং নদী সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয়ত, আসিয়ানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক নির্মাণ করতে হবে। তৃতীয়ত, দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সহযোগিতা কার্যকরভাবে পরিকল্পনা করতে হবে।

উল্লেখ্য, ফোরামে 'ল্যানক্যাং নদী-মেকং নদী সাংস্কৃতিক সহযোগিতা নিং বো ঘোষণা' গৃহীত হয়। (জিনিয়া ওয়াং/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040