মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: জাতিসংঘ কর্মকর্তা
  2017-09-24 18:47:09  cri
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ গ্রান্ডি বলেছেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে এবং তাদের ফিরিয়ে নিতে হবে।

রোববার কক্সবাজারে ইউএনএইচসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফিলিপ গ্রান্ডি বলেন, মিয়ানমারে সহিংসতার পর বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দিয়ে যাচ্ছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। আশ্রয় নেওয়া বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাদ্য, চিকিৎসা, আবাসন, স্যানিটেশন ও বিশুদ্ধ পানির দরকার বলে উল্লেখ করেন তিনি। এটি বাংলাদেশ সরকারের জন্য চ্যালেঞ্জ এবং এ ক্ষেত্রে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040