চীনের ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নবিষয়ক শীর্ষ ফোরাম আয়োজিত
  2017-09-24 15:57:55  cri
সেপ্টেম্বর ২৪: গতকাল (শনিবার) '২০১৭ চীনের ক্রীড়া ও সাংস্কৃতিক মেলা ও ক্রীড়া পর্যটন মেলায়' চীনের ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নবিষয়ক শীর্ষ ফোরাম এবং চীনের ক্রীড়া পর্যটন উন্নয়ন নবায়ন, উদ্ভাবন ও বিনিয়োগ ফোরাম আয়োজিত হয়।

চীনের সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ ও পণ্ডিত এবং বিনিয়োগকারীরা এ ফোরামে অংশ নেন। তাঁরা চীনের ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, এবারের ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নবিষয়ক শীর্ষ ফোরামের প্রসঙ্গ হল 'আত্মবিশ্বাস, অগ্রগামী ও স্বপ্ন'। ফোরামে জাতীয় ক্রীড়া ব্যুরোর উপ-পরিচালক চাও ইয়ং 'ক্রীড়া সংস্কৃতি ও ক্রীড়া কর্মজীবন উন্নয়ন পোষণ' নামের ভাষণ দেন।

এদিন বিকেলে চীনের ক্রীড়া পর্যটন উন্নয়ন, নবায়ন, উদ্ভাবন ও বিনিয়োগ ফোরাম আয়োজিত হয়। ফোরামটির প্রসঙ্গ হল 'নবায়ন ও উদ্ভাবন, উন্নয়ন এবং টেকসই'। চীনের জাতীয় ক্রীড়া ব্যুরোর অর্থনীতি বিভাগের পরিচালক ওয়াং ওয়েই দং ফোরামে অংশ নেন। অংশগ্রহণকারীরা ক্রীড়া পর্যটন উন্নয়নের নতুন ধারণা ও চিন্তা বিনিময় করেন। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040