প্রতিরক্ষা সামর্থ্য বাড়ানো বন্ধ করবে না তেহরান: ইরানের প্রতিরক্ষামন্ত্রী
  2017-09-24 15:33:18  cri
সেপ্টেম্বর ২৪: যতদিন হুমকি বিদ্যমান থাকবে, ততদিন প্রতিরক্ষা সামর্থ্য বাড়ানো বন্ধ করবে না ইরান। ইরানি প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি গতকাল (শনিবার) দেশটির সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত প্রতিবেদনে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ক্ষেপণাস্ত্রসহ ইরানের প্রতিরক্ষা সামর্থ্য আত্মরক্ষামূলক, এর লক্ষ্য হল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করা এবং চরমপন্থীদের ঝুঁকিপূর্ণ আচরণ থেকে নিজেদের প্রতিরক্ষা করা।

উল্লেখ্য, সম্প্রতি 'খোররামশাহর' নামে একটি কৌশলগত নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ইরান। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040