ইরাকের সন্ত্রাস দমন অভিযান সুষ্ঠুভাবে চলছে
  2017-09-24 15:27:26  cri
সেপ্টেম্বর ২৪: সম্প্রতি ইরাকের সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় কির্কুক ও পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে সামরিক অভিযান চালিয়েছে, এতে চরমপন্থী সংস্থা আইএসের দখলকৃত দু'টি অঞ্চল পুনর্দখল করা হবে বলে ধারণা করা হচ্ছে এবং এখন পর্যন্ত এই অভিযান সুষ্ঠুভাবে চলছে।

কির্কুক প্রদেশে সামরিক অভিযান ২১ সেপ্টেম্বর শুরু হয়। বহু দিনের লড়াইয়ের পর হাউয়িজাহ্ এলাকার পশ্চিমাঞ্চলের আল জাব জেলা ও ১০০টিরও বেশি গ্রাম পুনর্দখল করে সরকারি বাহিনী। এখন সরকারি বাহিনী হাউয়িজাহর দিকে এগিয়ে যাচ্ছে।

হাউয়িজাহ্ এলাকা ও সালাউদিন প্রদেশের শিরকাত জেলা আইএসের দখলকৃত শেষ এলাকা। এলাকা দু'টি ২০১৪ সাল দখল করে চরমপন্থা সংস্থাটি।

পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে অভিযান ১৬ সেপ্টেম্বর শুরু হয়। ২১ সেপ্টেম্বর আনা জেলা পুনর্দখল করে সেনাবাহিনী। প্রদেশটির মাত্র দু'টি জেলা আইএসের দখলে রয়েছে। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040