নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন
  2017-09-23 18:57:53  cri
রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানুষের উদারতা ও মহানুভবতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় শুক্রবার সকালে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে শেখ হাসিনা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যে প্রস্তাবগুলো তুলে ধরেন সে বিষয়েও কথা বলেন। রোহিঙ্গারা কেন শরণার্থী হচ্ছে ওআইসি নেতাদের তাঁর কারণ অনুসন্ধানের পরামর্শ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘের সংস্কার বিষয়ক আলোচনাসহ বিভিন্ন বৈঠক ও আলোচনায় অংশ গ্রহণের কথাও তুলে ধরেন।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে অবিলম্বে রোহিঙ্গাদের জাতিগত নিধন বন্ধসহ পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040