পাকিস্তানকে সহায়তায় গোয়াদার বন্দরে পৌঁছেছে চীনের প্রথম চিকিত্সকদল
  2017-09-23 16:44:55  cri
সেপ্টেম্বর ২৩: পাকিস্তানকে সহায়তায় গতকাল (শুক্রবার) দেশটির গোয়াদার বন্দরে পৌঁছেছে চীনের প্রথম চিকিত্সকদল। তাঁরা আগামী দুই বছর স্থানীয় অধিবাসীদেরকে চিকিত্সা সেবা প্রদান করবেন।

চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিটি ও চীনের রেডক্রস সোসাইটির যৌথ উদ্যোগে এবারের চিকিত্সকদল পাঠানো হয়। দলটিতে ১২ জন সদস্য রয়েছেন। তাঁরা চীনের 'ফু তান' বিশ্ববিদ্যালয়ের 'হুয়া শান' হাসপাতাল, বেইজিং রেডক্রস সোসাইটি ও চীনা রেডক্রস সোসাইটির চিকিত্সক। স্থানীয় অধিবাসীদের চিকিত্সা সেবা প্রদান করা ছাড়াও তাঁরা পাক চিকিত্সকদের সংশ্লিষ্ট প্রশিক্ষণে যোগ দেবেন।

উল্লেখ্য, 'এক অঞ্চল, এক পথ' প্রতিষ্ঠাকাজে সেবা দিতে এ বছরের ফেব্রুয়ারিতে 'রেশমপথের ভালোবাসা তহবিল' নামে একটি তহবিল প্রতিষ্ঠা করেছে চীনের রেডক্রস সোসাইটি। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040