হ্যালো চায়না: ৯২.চীনা অক্ষর
  2017-09-22 17:20:01  cri


চীনা অক্ষর বিশ্বের সবচেয়ে পুরনো অক্ষরগুলোর মধ্যে অন্যতম। এ পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে প্রাচীনতম চীনা অক্ষরের বয়স ৩৪০০ বছরেরও বেশি। সেটি হলো 'চিয়া কু ওয়েন'। এটি কচ্ছপের খোল ও পশুর হাড়ের ওপর ক্ষোদিত অক্ষর। চীনা অক্ষর সংস্কৃতির বিষয় অনেক। এর ধ্বনি, আকার এবং অর্থ সুষ্ঠুভাবে সংযুক্ত করা হয়, যেনো তা পড়ার সময়ও সুন্দর তাল ও ছন্দ পাওয়া যায়। তা ছাড়া, চীনা অক্ষরগুলোর বিভিন্ন রকমের এবং শিল্পকলার বৈশিষ্ট্যসম্পন্ন।

চীনা অক্ষর অর্থাৎ 'হান চি' বিশ্বের সবচেয়ে তথ্যসম্পন্ন অক্ষরগুলোর মধ্যে অন্যতম। 'হান চি' অর্থ প্রকাশের সামর্থ্য বেশি এবং প্রচুর কল্পনা শক্তি রয়েছে যার। এগুলো বিশ্বের একমাত্র 'চিত্র লিখিত অক্ষর' বা পিক্টোগ্রাফ। কেউ কেউ মনে করেন হান চি'র সংখ্যা অনেক বেশি, তা সহজে শেখা যায় না। আসলে চীনে বেশি ব্যবহৃত হান চি'র সংখ্যা ৩৫০০। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হান চি'র সংখ্যা মাত্র ৫০০। তা ছাড়া, 'হান চি' দেখতে ছবির মতো। এগুলো শিখতেও বেশ মজা।

হান চি খুবই আশ্চর্যজনক, বুঝতে না পারলেও অনেকে এর আকারের মাধ্যমে হান চি'র বিভিন্ন অর্থ কল্পনা করতে পারে। যেমন, সূর্য (রি) আর চাঁদ (ইউয়ে)। এর আকার সূর্য ও চাঁদের মতো। আরো কয়েকটি 'হান চি' দুটি অক্ষর নিয়ে গঠিত একটি নতুন অক্ষর। যেমন 'সিউ' আর 'ছেন'। 'সিউ' হলো গাছে হেলান দিয়ে বিশ্রাম নেয়া এক মানুষের ছবি। আর 'ছেন' হরিণের দৌড়াদৌড়ির সময় আকাশে উড়ন্ত বালুকণা। তা ছাড়া, একটি বিস্তারিত ছবিতে নতুন চিহ্ন যোগ দেয়ার পর আরো একটি নতুন অক্ষর সৃষ্টি হয়। যেমন 'মু' কাঠের অক্ষরের নিচে একটি ছোট লাইন থাকে, এর অর্থ হলো গাছের শিকড়। তবে 'মু' কাঠের অক্ষরের উপরে একটি ছোট লাইন যুক্ত হলে এর অর্থ হয় গাছের শাখা, সেই অক্ষরের উচ্চারণ 'মো' হয়ে যায়। আরো অনেক অক্ষর দুটি অংশ নিয়ে গঠিত, এক অংশ হলো অক্ষরের উচ্চারণ, আরেকটি অংশ হলো তার অর্থ। যেমন 'ছিয়াও' সেতু আর 'জি' গাছের শাখা। অক্ষরের বাম অংশ কাঠ, ডান অংশ তার উচ্চারণ। 'হান চি' পড়তে নিশ্চয় আনন্দ লাগছে !

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040