সিপিসি'র ১৯তম জাতীয় কংগ্রেসের জন্য সুষ্ঠু আন্তর্জাতিক জনমত সৃষ্টি জোরালো করেছেন লিউ ছি পাও
  2017-09-22 14:58:17  cri
সেপ্টেম্বর ২২: গতকাল (বৃহস্পতিবার) চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় কমিটির বৈদেশিক প্রচার মন্ত্রণালয় পেইচিংয়ে বিদেশে নিযুক্ত কেন্দ্রীয় তথ্য মাধ্যমের বৈদেশিক প্রচার বিষয়ক কর্ম-আলোচনা সভার আয়োজন করে। সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য, বৈদেশিক প্রচার মন্ত্রী লিউ ছি পাও সভায় অংশ নেন।

তিনি বলেন, দেশি-বিদেশি যোগাযোগ ও উপলব্ধি ত্বরান্বিত করতে বিদেশে নিযুক্ত কেন্দ্রীয় তথ্য মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিপিসি'র ১৯তম জাতীয় কংগ্রেস সাফল্যের সঙ্গে আয়োজনের জন্য সুষ্ঠু আন্তর্জাতিক জনমত সৃষ্টি, পুরোপুরিভাবে সিপিসি'র ক্ষমতা প্রয়োগের ধারণা, রাষ্ট্র পরিচালনা নীতি ও কর্মপন্থা এবং চীনের সাফল্য ও চীনের অবদান প্রচার করে। এছাড়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াদিতে চীনের অবস্থান প্রকাশ করা, বিশ্ব শান্তির নির্মাতা, বিশ্ব উন্নয়নের অবদানকারী ও আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষাকারী হিসেবে চীনের উন্নত ভাবমূর্তি তুলে ধরে।

(প্রেমা/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040