নিউইয়র্কে সিআইসিএ'র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সভাপতিত্ব করলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী
  2017-09-21 19:52:26  cri

সেপ্টেম্বর ২১: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে 'কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স-বিল্ডিং মিয়েজার্স ইন এশিয়া' বা সিআইসিএ-র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সভাপতিত্ব করেন। ২০টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে ওয়াং ই বলেন, ২৫ বছরে উন্নয়নের মাধ্যমে সিআইসিএ এশিয়ায় সবচেয়ে ব্যাপক, সবচেয়ে বেশি সদস্যভুক্ত ও অধিকাংশ প্রতিনিধিত্বমূলক নিরাপত্তা ফোরামে পরিণত হয়েছে। সিআইসিএ বিভিন্ন দেশ ও অঞ্চলের অভিন্ন স্বার্থের সহযোগিতা অনুযায়ী একসাথে বাণিজ্য ও নির্মাণ সহযোগিতার নীতি মেনে চলে।

তিনি আরো বলেন, আমাদের উচিত এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠার চেষ্টা করতে থাকা। সিআইসিএ'র কাঠামোয় 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের প্রতিষ্ঠা উন্নয়ন করা উচিত। চীন বরাবরই দৃঢ়ভাবে সিআইসিএ'র প্রক্রিয়া সমর্থন করবে এবং বিভিন্ন সদস্য দেশের সঙ্গে এশিয়ার নিরাপত্তা ও উন্নয়ন ত্বরান্বিত করবে।

সম্মেলনের পর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা 'সিআইসিএ প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী উপলক্ষ্যে সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ঘোষণা' স্বাক্ষর করেন। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040