বেইজিংয়ে চীন ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বৈঠক
  2017-09-20 18:19:21  cri

সেপ্টেম্বর ২০: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও সফররত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, দু'দেশ বরাবরই পারস্পরিক সম্মান ও সমতায় সার্বিকভাবে পারস্পরিক স্বার্থের সহযোগিতা উন্নীত করে থাকে। চীন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের সুযোগ ধরে সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য ও অর্থবিনিয়োগের সহযোগিতা উন্নীত করতে চায়। চীন সিঙ্গাপুরের সঙ্গে আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারি সম্পর্ক ও দু'দেশের অবাধ বাণিজ্য চুক্তির আলোচনা উন্নয়ন করতে ইচ্ছুক।

লি সিয়েন লুং বলেন, দু'দেশের সরকারের তিনটি সহযোগিতা পরিকল্পনা সুষ্ঠুভাবে চলছে। সিঙ্গাপুর চীনের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ ও আন্তঃসংযোগ ত্বরান্বিত করতে এবং ব্যাংকিং, অর্থবিনিয়োগ, বিমানচালনা ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। সিঙ্গাপুর চীন ও আসিয়ানের সঙ্গে সম্পর্ক অব্যাহতভাবে উন্নীত করার জন্য আনন্দিত। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040