চীন সফররত বাংলাদেশের যুব প্রতিনিধিদলের চারজন সদস্যের বিশেষ সাক্ষাত্কার
  2017-09-18 14:47:01  cri

 


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা,আপনারা ভালো আছেন? সুদূর বেইজিং থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'বিদ্যাবার্তা' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি সুবর্ণা।

২০১৬ সালে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী পালিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সে বছরের অক্টোবর মাসে বাংলাদেশ সফর করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২০১৭ সালকে 'চীন-বাংলাদেশ মৈত্রী বছর' হিসেবে ঘোষণা করেন। এর পরই, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে দু'দেশের বিনিময় বাড়ানোর লক্ষ্যে, চীন সরকার ২০১৭ সাল থেকে টানা তিন বছর বাংলাদেশের যুব প্রতিনিধিদলের চীন সফরের কথা ঘোষণা করে।

এ উপলক্ষ্যে বাংলাদেশে চীনা দূতাবাস ও চীনের হানবানের যৌথ উদ্যোগে বাংলাদেশের ১৪৪ জন শিক্ষার্থী ১২ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চীনের ইউয়ুননান প্রদেশের খুনমিং ও তালি সফর করতে এসেছেন। তাদের মধ্যে সিআরআই কনফুসিয়াস ক্লাসরুমের সদস্য ১৮ জন। এ ১৮ জনের মধ্যে ৪ জন সিআরআই বাংলা বিভাগের ফেইসবুক বন্ধুদের মধ্য থেকে বিশেষভাবে নির্বাচিত। তারা হলেন- জান্নাত আরা, জুবায়ের, মাইন উদ্দিন, তাসনিম দেওয়ান প্রিয়তা। আজকের অনুষ্ঠানে আমরা তাদের বিশেষ সাক্ষাত্কার শোনাবো। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040