রহস্যময় পোতালা প্রাসাদ
  2017-09-18 13:19:10  cri

দেশ-বিদেশের পর্যটকদের কাছে চীনের তিব্বতের পোতালা প্রাসাদ একটি অতি রহস্যময় জায়গা। ১৯৯৪ সালে পোতালা প্রাসাদ বিশ্বের সাংস্কৃতিক উত্তরাধিকারের নামতালিকায় অন্তর্ভুক্ত হয় এবং ২০০০ ও ২০০১ সালে এর কাছাকাছি অবস্থিত তাচাও মন্দির ও নোর্বুলিংকা'ও এ তালিকায় স্থান পায়। তিব্বতি ভাষায় 'নোর্বুলিংকা' মানে 'শ্রেষ্ঠ বাগান'।

পোতালা প্রাসাদ লাসা শহরের কেন্দ্রে, ৩৭০০ মিটার উচুঁ লাল পাহাড়ের উপর অবস্থিত। এটি সাদা প্রাসাদ ও লাল প্রাসাদ নিয়ে গঠিত। এ প্রাসাদ তিব্বতি বৌদ্ধ ধর্মের প্রশাসনিক কেন্দ্র। (সুবর্ণা/আলিম)


1  2  3  4  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040