ভারতে দ্রুতগতির প্রথম রেলপথের নির্মাণকাজ শুরু
  2017-09-15 16:33:48  cri
সেপ্টেম্বর ১৫: ভারতে দ্রুতগতির প্রথম রেলপথের নির্মাণকাজ গতকাল (বৃহস্পতিবার) গুজরাট রাজ্যের আহমেদাবাদে শুরু হয়। প্রস্তাবিত এই আহমেদাবাদ-মুম্বাই রেলপথের মোট দৈর্ঘ্য হবে ৫০৮ কিলোমিটার। এই রেলপথে সর্বোচ্চ ঘন্টায় ৩৫০ কিলোমিটার বেগে ট্রেন চলতে পারবে। ২০২৩ সালে রেলপথটি চালু হওয়ার কথা।

জাপান এ রেলপথ নির্মাণে ভারতকে সহায়তা দিচ্ছে। চুক্তি অনুযায়ী, জাপান এ রেলপথ নির্মাণে ভারতকে প্রযুক্তিগত সহায়তা ও রেলগাড়ির ইঞ্চিনসহ গুরুত্বপূর্ণ সাজসরঞ্জাম সরবরাহ করবে এবং সংশ্লিষ্ট স্থানীয় কর্মকর্তা ও প্রকৌশলীদের প্রশিক্ষণ দেবে।

এ প্রকল্পের জন্য ভারতকে ৮৮ হাজার কোটি রুপি ঋণও দেবে জাপান। ভারতকে এ ঋণ পরিশোধ করতে হবে ৫০ বছরে। প্রয়োজনে ঋণ পরিশোধে আরও ১৫ বছর সময় পাবে ভারত। এ ঋণের সুদ ০.১ শতাংশ। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040