হ্যালো চায়না: ৯১. দোয়েল
  2017-09-15 16:07:55  cri


'শি ছুয়ে' বা দোয়েল চীনে সৌভাগ্যের পাখি। চীনাদের ধারণা অনুযায়ী দোয়েল পাখি সুখ, উন্নতি, শুভ লক্ষণ ও সৌভাগ্যের প্রতীক। চীনারা সবসময় বলে যে, 'দোয়েল ডাকলে সুখবর আসে'। এ জন্যে দোয়েলকে 'সুখবরের পাখি' বলে ডাকা হয়। চীনারা দোয়েলের আকার দিয়ে ঘর সাজাতে পছন্দ করে। জানালার জাফরি ও চিত্রকলায় দোয়েল প্রয়োজনীয় বিষয়, তা অন্যান্য বস্তুর সঙ্গে একত্রিত করে নতুন ধরনের উৎকৃষ্ট ছবি বানানো হয়। যেমন দোয়েল দাঁড়িয়ে রয়েছে তাল গাছের মাথায়। চীনা ভাষায় তাল গাছের উচ্চারণ 'মেই' এবং ভুরুর চীনা ভাষার উচ্চারণও একই। তাই 'ভুরুতে সুখের ছোঁয়া'। এর অর্থ হল সুখী মানসিকতা ভুরুতে প্রতিফলিত হয়েছে। দুটি দোয়েল দরজার সামনে গাছের শাখায় দাঁড়ালে তা 'শুয়াং শি লিন মেন' বলা হয়। এর অর্থ হলো, দু'টি সুখবর একসঙ্গে ঘটেছে। পরবর্তীতে চীনা দোয়েলের প্রতি ভালোবাসা ধীরে ধীরে এক ধরনের চমৎকার সংস্কৃতিতে পরিণত হয়েছে। একে 'দোয়েল সংস্কৃতি' বলা হয়।

এখন আপনারা জানেন, দোয়েল এক ধরনের সুখের আগমনী পাখি। এরপর যখন দোয়েল পাখি দেখবেন, তখন বুঝবেন, খুব সম্ভবত আপনি সৌভাগ্যবান।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040