রোহিঙ্গাদের সুরক্ষায় বাংলাদেশের প্রশংসা করেছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা
  2017-09-14 19:38:17  cri
রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন বিষয়ক সংস্থা।

কক্সবাজারের কুতুপালংয়ে সংবাদ সম্মেলনে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা-আইওএম ও শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কর্মকর্তারা বলেন, বাংলাদেশ এ পর্যন্ত ৩ লাখ ৭৯ হাজার শরণার্থীকে আশ্রয় ও মানবিক সহায়তা দিয়েছে। তবে জরুরি ভিত্তিতে রোহিঙ্গাদের জন্য ৭৭ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা দরকার বলে জানান তারা। ভারত ও মরক্কো রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে। এদিকে, মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গঠনে বাংলাদেশের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040