হানচেংয়ের পুরোনো নগর
  2017-09-14 13:32:34  cri

সেপ্টেম্বর ১৪: হানচেং চীনের শেনশি প্রদেশের একটি ছোট নগর। এ নগরের পুরোনো শহর সুই রাজবংশের সময়ে নির্মিত হয়েছে। এর ইতিহাস ১৫০০ বছরের পুরোনো। এ নগরে থাং, সোং, ইউয়ান, মিং আর ছিং এ পাঁচটি রাজবংশের স্থাপত্য সংরক্ষিত আছে।

পুরোনো নগর উত্তর থেকে দক্ষিণ দিকে ১০০০ মিটার দীর্ঘ আর পশ্চিম থেকে পূর্ব দিকে ৮০০ মিটার চওড়া। পুরোনো নগরে রয়েছে কনফুসিয়াস মন্দির, ছেংহুয়াং মন্দির, বিখ্যাত ব্যক্তিদের পুরোনো বাড়ি আর অধিবাসীদের চক মেলানো বাড়িসহ অন্যান্য স্থাপনা।

২০১৬ সালে পুরোনো এই নগর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। প্রাচীনকালের স্থাপত্যগুলো সঠিকভাবে সংরক্ষিত আছে বলে এখানে যেতে শহরবাসীদের খুব ভালো লাগে।

(ইয়ু/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040