কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে চীনসহ ৩০টি দেশের রাষ্ট্রদূত
  2017-09-13 18:56:22  cri
শরণার্থীদের অবস্থা দেখতে বুধবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন চীন, ভারত, যুক্তরাষ্ট্রসহ ৩০টি দেশের রাষ্ট্রদূতরা।

রাষ্ট্রদূতদের সঙ্গে রয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর আরো ৩০ জন কূটনীতিক। তারা কুতুপালং ও বালুখালি শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও সেখানে বসবাসরত রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণ করেন। এদেক, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মঙ্গলবার রাতে নাফ নদীতে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যায়। নারী-শিশুসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ১০২ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ৪ লাখ শরণার্থীর মধ্যে ২ লাখের বেশি শিশু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তাদের জন্য জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শিশুতহবিল।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040