ঢাকায় চীন-বাংলাদেশ ইন্টারনেট উন্নয়নসংক্রান্ত কাঠামো চুক্তি স্বাক্ষরিত
  2017-09-13 17:17:39  cri


চীন ও বাংলাদেশের মধ্যে ইন্টারনেট উন্নয়নসংক্রান্ত কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় চীনা রাষ্ট্রদূত মা মিং ছিয়াং এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজি শফিকুল আজম গতকাল (সোমবার) চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় ঋণ সরবরাহ করবে চীন। এ ঋণের অর্থ বাংলাদেশ সরকারের মৌলিক ইন্টারনেট উন্নয়নের তৃতীয় পর্যায়ের প্রকল্প ও যোগাযোগ নেটওয়ার্কের আধুনিকায়নে ব্যবহৃত হবে।

চীনা দূতাবাসের ব্যবসা কার্যালয় থেকে জানা গেছে, বাংলাদেশ সরকারের 'ডিজিটাল বাংলাদেশ' পরিকল্পনার একটি লক্ষ্য হচ্ছে দেশটির শহর, জেলা ও থানা পর্যায়ে ইন্টারনেট ব্যান্ডউইথ বাড়ানো। এ প্রকল্প বাংলাদেশের টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, প্রশাসনিক মান ও শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে সহায়ক হবে। তা ছাড়া, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের অংশ হিসেবে এ প্রকল্প চীন-বাংলাদেশ তথ্য-যোগাযোগ অবকাঠামো সংযুক্তকরণে সহায়ক হবে।

জানা গেছে, এ পরিকল্পনা হল 'ডিজিটাল বাংলাদেশ' কৌশলের গুরুত্বপূর্ণ একটি অংশ। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040