মিয়ানমারকে ফিরিয়ে নিতে হবে রোহিঙ্গাদের: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2017-09-12 19:40:37  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু মিয়ানমারকে তাদের ফিরিয়ে নিতে হবে।

মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। বলেন, যতদিন পর্যন্ত মিয়ানমার তার নাগরিকদের ফিরিয়ে না নেবে বাংলাদেশ তাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে যাবে। এ জন্য মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। রোহিঙ্গাদের দেখাশোনা করার জন্য তিনি প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। রোহিঙ্গাদের জন্য বরাদ্দ ত্রাণ নিয়ে কেউ যাতে নিজের ভাগ্য না গড়তে পারে সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে তিনি রোহিঙ্গা শরণার্থীদের নিজ হাতে ত্রাণ তুলে দেন।

এদিকে, রোহিঙ্গাদের নিবন্ধন শুরু, সোমবার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধন শুরু হয়েছে। এর মাধ্যমে তাদের পরিচয়পত্র দেওয়া হবে। যারা পরিচয়পত্র সংগ্রহ করবে না তারা ত্রাণ পাবে না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040