২০১৬ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলা কমেছে
  2017-09-12 14:18:46  cri

সেপ্টেম্বর ১২: ২০১৬ সালে পাকিস্তানে মোট ৭৮৫ বার সন্ত্রাসী হামলা ঘটেছে। এই সংখ্যা ২০১৫ সালের চেয়ে ৩১ শতাংশ কম। চলতি বছর এ পর্যন্ত সে দেশে ৪২৬ বার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানের তথ্যমাধ্যম গতকাল (সোমবার) সেদেশের জাতীয় সন্ত্রাস দমন ব্যুরোর পরিসংখ্যান প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

এ পরিসংখ্যান প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে সন্ত্রাসী হামলা ঘটনা ২০০৬ সাল থেকে ক্রমাগত বেড়েছে। ২০১০ সালে দেশটিতে মোট ২০৬১টি সন্ত্রাসী হামলা ঘটেছে। সেটি ছিল পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার বছর।

পাকিস্তানের জাতীয় সন্ত্রাস দমন ব্যুরোর একজন কর্মকর্তা বলেছেন, ২০১৬ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার কারণে ৯৫৫ জন নিহত হয়েছে। এই সংখ্যা ২০১৫ সালের চেয়ে ১২.১৪ শতাংশ কম।

(ইয়ু/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040