রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
  2017-09-11 19:32:11  cri
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিদেশী রাষ্ট্রদূত ও কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। রোববার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয় এ ব্রিফিং।

ব্রিফিংয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মুসলিম দেশগুলোর কূটনীতিকরা উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন সবাই। বলেন, গোটা বিশ্ব বাংলাদেশের পাশে রয়েছে। সংকট সমাধানে তহবিল সরবরাহসহ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা। তবে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে বলে জানান তিনি।

এদিকে, রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু হয়েছে সোমবার থেকে। শরণার্থীদের অবস্থা দেখতে মঙ্গলবার কক্সবাজারের উখিয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040